ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

খাগড়াছড়িতে জায়গা জবরদখলে নিতে গাছ কেটে ফেলার অভিযোগ

এএম ফাহাদ,খাগড়াছড়ি:

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের পাঞ্জাবী টিলা এলাকায় জোরপূর্বক জায়গা দখলের চেষ্টায় গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এই বিষয়ে মাটিরাঙ্গা থানায় সাধারন ডায়েরি করেছেন জায়গার মালিক মোঃ রবিউল হোসেন।

 

জানা যায়, গত ৬ মে রাতের আধাঁরে স্থানীয় রতন মিয়ার ছেলে ইউনুছ মিয়া, ইব্রাহিম মিয়া, ইয়াছিন মিয়া রবিউল হোসেনের ক্রয়কৃত জায়গা দখল করার উদ্দেশ্যে বেশ কিছু সেগুন গাছ ও কলাগাছ কেটে ফেলেন।

রবিউল হোসেন জানান, ১৮৬ নং বেলছড়ি মৌজার ১৩৭ নং হোল্ডিং এর ১.৫০ একর টিলাভূমিতে তারা রাতের আঁধারে পরিকল্পিতভাবে জবরদখল করার উদ্দেশ্যে গাছপালা কেটে ফেলা হয়েছে। তখন জায়গাটির দেখাশোনার দায়িত্বরত তার ভগ্নিপতি আব্দুর রহমান হামলাকারিদের বাধা দিলে তা উপেক্ষা করে ১২০টি সেগুন গাছ ও ২০ টি কলা গাছ কেটে ফেলেন।

 

তবে এই বিষয়ে অভিযুক্তদের নিকট জানতে চাইলে তারা গাছ কেটে নেয়ার বিষয়টি অস্বীকার করেন।

মাটিরাঙ্গা থানার ওসি (তদন্ত) মো: জাকারিয়া বলেন, অবৈধভাবে জায়গা দখলের উদ্দেশ্যে গাছ কাটা সংক্রান্ত বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

এইচ নএম কাদের,সিএনএন বাংলা২৪