ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়ায় মোতাহেরুল ইসলাম চৌধুরীর গণসংযোগ

আবদুল হাকিম রানা, পটিয়া :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত এমপি পদপ্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর সমর্থনে গতকাল দিনভর উদীয়মান সমাজসেবী ও শিক্ষানুরাগী জাসেদ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পটিয়ার খরনাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন ।

এসময় সাথে ছিলেন সমাজসেবী আরশাদ মামুন, সিআইপি শেখ নবী, রাশেদ মিয়া, কায়সার জামান, মোঃ ইউনুস, বেলাল, অনিক, মোসলেম, মো: শফি, আবদুস সবুর, মোসলেম, মোঃ সেলিম, খোকন, মন্জু, মাসুদ, মিশুক প্রমুখ।

জাসেদ উদ্দিন চৌধুরী বলেন, পটিয়ার রাজনৈতিক অঙ্গনে মোতাহেরুল ইসলাম চৌধুরীর আত্মত্যাগ সর্বজনবিদিত। তিনি সততা ও নিষ্টার সাথে রাজনীতি করে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাকে নৌকা মার্কায় ভোট দিলে পটিয়া উন্নয়ন ও মর্যাদায় হারানো গৌরব ফিরে পাবে।