ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

আচরণবিধি ভাঙলে ছাড় দেওয়া হবে না- জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম:

জেলা প্রশাসক (ডিসি) আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, নির্বাচনী আচরণবিধি ভাঙলে কোনো প্রার্থীকে ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী, প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সোমবার প্রতীক বরাদ্দ চূড়ান্ত হয়েছে। আজ (মঙ্গলবার) থেকে প্রচার-প্রচারণা শুরু হয়েছে।

এ সময়ের মধ্যে অনেক প্রার্থীর নির্বাচনী আচরণবিধি প্রতিপালন না করার অভিযোগ পাওয়া যাচ্ছে। তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন শতভাগ সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে বিভিন্ন প্রার্থীর মতামত গ্রহণ করা হয়েছে এবং মতামত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তাকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শতভাগ স্বচ্ছতা ও ন্যায়ের সঙ্গে পবিত্র দায়িত্ব পালনের আহ্বান জানান জেলা প্রশাসক।