ই-পেপার | বুধবার , ৩রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

হরতালে চট্টগ্রাম বিএনপির মিছিল, গ্রেফতার ৯

শেখ আলাউদ্দিন, চট্টগ্রাম :

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নগরী ও জেলার বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীরা।

হরতালের সমর্থনে সোমবার রাতে বিভিন্ন এলাকায় মশাল মিছিল বের করা হয়। সকালে পটিয়ার কমল মুন্সির হাটে উপজেলা যুবদল শান্তিপুর্ণ মিছিল করার সময় পুলিশের গুলিবর্ষণে দক্ষিণ ভুর্ষি ইউনিয়ন যুবদল নেতা ফরিদুল আলম বাচা, হাইদগাঁও ইউনিয়ন যুবদল নেতা টিটু ও মো. আকবর আহত হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা। এছাড়া চট্টগ্রামে বিএনপির আরো ৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

হরতালের সমর্থনে মঙ্গলবার দুপুরে নগরীর গোল পাহাড় মোড়, ওআর নিজাম রোড় ও প্রবর্তক মোড় এলাকায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের নেতৃত্বে বিক্ষোভ মিছিল, পিকেটিং ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ডা. শাহাদাত হোসেন বলেন, একতরফাভাবে নির্বাচন করে নির্বাচন কমিশন এখন জনগনের প্রতিপক্ষে অবস্থান নিয়েছে। আওয়ামী সরকারের একগুঁয়েমি দেশকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। তাদের অবৈধ রাজনৈতিক উচ্চাভিলাষ দেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে। তারা নীলনকশার নির্বাচনের মাধ্যমে দেশকে বাকশালী রাষ্ট্রে পরিণত করতে চায়। কিন্তু জনগণ তাদের সে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না। শেখ হাসিনার অধীনে নির্বাচন নিরপেক্ষ, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ন হওয়া সম্ভব নয়। কারন সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন অবৈধ শেখ হাসিনাকে ক্ষমতা কুক্ষিগত করতে সিঁড়ি হিসাবে কাজ করছে। অবৈধ নির্বাচন কমিশনাররা ইসিকে আওয়ামী লীগের সহযোগী সংগঠনে পরিণত করেছে। মানুষের সাংবিধানিক অধিকারেও হস্তক্ষেপ করতে চাচ্ছে কমিশনাররা। ইসির সভা সমাবেশ বন্ধের সিদ্ধান্ত নজিরবিহীন ও গনবিরোধী।

এসময় আবুল হাশেম বক্কর বলেন, আওয়ামী লীগ দেশে একদলীয় নির্বাচন করে গণতন্ত্রকে ধ্বংস করেছে, আর ইসি তাতে শেষ পেরেক ঠুকতে চাচ্ছে। কিন্তু এতে কোনো লাভ হবে না। কোনোভাবেই জনগণের আন্দোলন দমানো যাবে না। অবৈধ সরকারের পতন ঠেকানো যাবে না। আজকে সরকারের মন্ত্রী এমপিরা এতো বড় বড় কথা বলেন কিন্তু সুষ্ঠু নির্বাচনের কথা শুনলে তারা আতঙ্কিত হয়ে যান। তারা রাষ্ট্র শক্তিকে ব্যবহার করছে, যাতে কেউ সুষ্ঠু নির্বাচনের দাবি না জানায়।

এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আব্দুল মান্নান, আহবায়ক কমিটির সদস্য গাজী মো. সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, মহানগর যুবদলের সি. যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুবদলের যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন রাসেল, ছাত্রদলের যুগ্ম আহবায়ক সালাউদ্দীন কাদের আসাদ, সালাউদ্দীন শাহেদ।

এছাড়া সকালে বহদ্দারহাট এক কিলোমিটার এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ানের নেতৃত্বে চান্দগাঁও থানা বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুব আলম, আনোয়ার হোসেন লিপু, বিএনপি নেতা আব্দুল আজিজ, চান্দগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভুইয়া, বিএনপি নেতা মো. জসিম উদ্দিন, চান্দগাঁও থানা যুবদলের আহবায়ক গোলজার হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আবু বক্কর রাজু, তাছাড়া উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান, ইঞ্জি.বেলায়েত হোসেন, সরওয়ার আলমগীর, কাজী মো. সালাউদ্দিনের নেতৃত্বে লালখান বাজার ও কাজীর দেউরী এলাকায় উত্তর জেলা বিএনপির মিছিল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর নেতৃত্বে চকবাজার অলি খাঁ মসজিদ মোড় হতে প্রবর্তক মোড় এলাকায় মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মামুনুর রহমান, যুগ্ম সম্পাদক জমির উদ্দীন নাহিদ, আবু বক্কর রাজু, গোলাম সরোয়ার।

সোমবার রাতে মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের নেতৃত্বে বায়েজিদ এলাকায় মহানগর ছাত্রদলের মশাল মিছিল, মহানগর যুবদলের সহ সভাপতি ফজলুল হক সুমন ও শওকত খান রাজুর নেতৃত্বে পাহাড়তলী বাজার এলাকায় যুবদলের মিছিল, চবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে ওয়াসা মোড় থেকে কাজীর দেউড়ি এলাকায় মিছিল ও পিকেটিং, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক ইসহাক খানের নেতৃত্বে রাহাত্তার পুল ও কালামিয়া বাজার এলাকায় বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের পিকেটিং, বায়েজিদ থানা এলাকায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলতাফ হোসেন ও সদস্য সচিব কাজী মহিউদ্দিনের নেতৃত্বে বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের মিছিল, বায়েজিদ থানা ছাত্রদলের উদ্যোগে বায়েজিদ বোস্তামী মাজার গেইটে মিছিল, চান্দগাঁও থানা ৪নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে পুরাতন চান্দগাঁও থানা এলাকায় মিছিল, পটিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগরের নেতৃত্বে পটিয়ায় মিছিল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমানের নেতৃত্বে সাতকানিয়ায় মিছিল, জেলা বিএনপির আহবায়ক কমিটির চট্টগ্রাম সদস্য সলিম উদ্দীন চৌধুরী খোকনের নেতৃত্বে লোহাগাড়ায় মিছিল অনুষ্ঠিত হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মন্জুর মিয়াকে ডবলমুরিং থানা পুলিশ, তাছাড়া দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনিরকে আগ্রাবাদ থেকে, আনোয়ারা উপজেলা যুবদল নেতা মো. সিরাজকে চাতরী থেকে, আনোয়ারা উপজেলা বিএনপি নেতা হাফেজ দেলোয়ার, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা নাছির উদ্দীন, কোলাগাঁও ইউনিয়ন ছাত্রদল নেতা শাফায়েত হোসেন ইমন, জিরি ইউনিয়ন যুবদল নেতা মামুনুর রশীদ, দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন যুবদল নেতা আবদুর রহিম ও বাঁশখালী গন্ডামারা ইউনিয়ন ছাত্রদল নেতা মহিউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।