ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্রগ্রাম-১৬ বাঁশখালীতে ভোটগ্রহণ, শুরুতেই ভোটার উপস্থিতি কম

শিব্বির আহমদ রানা, বাঁশখালী :

দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের ভোটগ্রহণ নির্ধারিত সময়ে শুরু হলেও ভোটার উপস্থিতি কম দেখা গেছে।

রোববার (৭ জানুয়ারি) চট্টগ্রাম-১৬ আসনের বেশকয়েকটি কেন্দ্রে ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, সকাল ৮টা থেকে কয়েকজন ভোটারকে আসতে দেখা গেছে। এছাড়া ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আনসার সদস্যদের মোতায়েন রয়েছেন।

দক্ষিণ শেখেরখীল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রবিন সাহা বলেন সকাল আটটায় শুরু হওয়া ভোটে ১ ঘন্টায় ১০টি বুথে ভোট পরেছে ১৭টি। ভোট গ্রহণ চলছে। তবে প্রথম ঘণ্টায় ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বৃদ্ধি পাবে।

ছনুয়া ছেলবন সরকারী প্রাথমাক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. ওমর ফারুখ বলেন, ভোটগ্রহণের শুরু থেকে সকাল ১০ টা পর্যন্ত সময়ে ৬টা বুথে ভোটগ্রহণ হয়েছে ২৪৫টি।

আহমদিয়া ঢলমপীর সিনিয়র মাদরাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ফজলুল করিম বলেন, এ কেন্দ্রে মোট ভোটার ৩হাজার ৩ শত ৬২জন। সকাল১০ টা পর্যন্ত ৮টি বুথে ভোগগ্রহণ হয়েছে ৩৭৫টি।

এ আসনে মোট ১০জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

প্রসঙ্গত, রোববার সকাল ৮টায় ১১৪টি ভোট কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। এ আসনে ৩ লাখ ৭০ হাজার ৭৭৫ জন ভোটার রয়েছে। ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।

ছবিঃ পূর্ব গুনাগরি আহমদিয়া ঢলমপীর সিনিয়র মাদরাসা কেন্দ্রে ভোটারদের উপস্থিতি।