ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিজয় দিবস উদযাপিত

চন্দনাইশ প্রতিনিধি :

চট্টগ্রামের চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ থেকে ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়। ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা ফেরদৌস আলম আলকাদেরীর সভাপতিত্বে ও উপজেলার সাধারণ সম্পাদক মাও. ফয়েজ উল্লাহ খতিবীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মহাসচিব স উ ম আব্দুস সামাদ। প্রধান বক্তা ছিলেন যুগ্ম মহাসচিব এম এ রহিম। উদ্বোধক ছিলেন চন্দনাইশ উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী। বিশেষ অতিথি ছিলেন মজলিসে শূরার সদস্য মুহাম্মদ মহিউদ্দিন, উপজেলা সহ-সভাপতি মাওলানা আবুল কাশেম আনসারি, ছাত্রসেনার কেন্দ্রীয় পরিষদের সাবেক সভাপতি মারুফ রেজা, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি নুরে রহমান রনি, জেলা সভাপতি নুরুদ্দীন কাদেরী, মাওলানা আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, মাও. মামুন সিদ্দিকী, মাও. আবু ইউছুপ নূর, কলিম উদ্দিন, সেকান্দর ইসলাম, রাজিব রিফাত, জামাল উদ্দিন, আনোয়ার হোসেন।

র‍্যালীটি চন্দনাইশ উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে আসরের নামাজ আদায়, হযরত আমিনুল শাহ্ (র:) মাজার জিয়ারত ও শহিদদের স্মরণে দোয়া করার মধ্য দিয়ে শেষ হয়।