ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে আজ সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক,ঢাকা:

স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ বুধবার সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হবে।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। সেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষা হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদ্‌রোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

শেষ গত ৩০ মার্চ দিবাগত রাতে খালেদা জিয়াকে একই হাসপাতালের সিসিউতে ভর্তি করা হয়েছিল। ২ এপ্রিল তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন।

গত বছরের ৯ আগস্ট খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা শেষে ১১ জানুয়ারি তিনি হাসপাতালে থেকে বাসায় ফেরেন।