ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ক্যানসারের ভ্যাকসিন তৈরির দ্বারপ্রান্তে রাশিয়া

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:

মরণব্যাধি ক্যানসারের ভ্যাকসিন বা টিকা তৈরি করার দ্বারপ্রান্তে পৌঁছেছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, রুশ বিজ্ঞানীরা ক্যানসারের টিকা তৈরির কাছাকাছি পৌঁছে গেছেন। খুব শিগগির ক্যানসার আক্রান্তরা এই টিকা হাতে পাবেন। খবর রয়টার্সের।

 

মস্কোতে বুধবার (১৪ ফেব্রুয়ারি) ফিউচার টেকনোলজিস ফোরামের এক অনুষ্ঠানে পুতিন বলেন, নতুন প্রজন্মের একটি ক্যানসার টিকা এবং ইমিউনোমোডুলেটরি (ক্যানসার কোষ ধ্বংস করে রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য) ওষুধ উদ্ভাবনের খুব কাছাকাছি চলে এসেছি আমরা। আশা করছি, শিগগির ওই টিকা ও ওষুধ কার্যকরভাবে থেরাপির বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে।

 

তবে ঠিক কোন ধরনের ক্যানসারের জন্য রাশিয়া ভ্যাকসিন তৈরি করছে, সেটি বিস্তারিত বলেননি পুতিন। তাই পুতিনের ক্যানসার টিকার দাবি নিয়ে জল্পনা কিছুটা থেকেই যাচ্ছে।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, হিউম্যান প্যাপিলোমাভাইরাসের (এইচপিভি) বিরুদ্ধে অর্থাৎ, ক্যানসার প্রতিরোধে বিশ্বে বর্তমানে ছয়টি টিকা নিবন্ধিত রয়েছে। এর মধ্যে জরায়ুমুখ ক্যানসার ও লিভার ক্যানসারের প্রতিরোধক হিসেবে হেপাটাইটিস বি টিকা অন্যতম।

 

ক্যানসারের টিকা তৈরি করার জন্য আগে থেকেই কাজ করছে বিশ্বের কয়েকটি দেশ ও ওষুধ উৎপাদক কোম্পানি। বিশেষ করে যুক্তরাজ্য গত বছরই ক্যানসার টিকা তৈরির জন্য জার্মানির বায়োএনটেকের সঙ্গে একটি চুক্তি করেছে।

 

চুক্তি অনুযায়ী, শিগগিরই তারা ক্যানসার টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে যাচ্ছে। আগামী ২০৩০ সালের মধ্যে বিশ্বের ১০ হাজার ক্যানসার রোগীর কাছে পৌঁছানোর আশা করছে যুক্তরাজ্য।

 

এ ছাড়াও মহামারী করোনার টিকা উদ্ভাবনে অন্যতম ফার্মাসিউটিক্যাল কোম্পানি মডার্না এবং মার্ক অ্যান্ড কোম্পানি পরীক্ষামূলকভাবে ক্যানসার টিকা তৈরির মাঝামাঝি পর্যায়ে রয়েছে।