ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়ি বিজিবি’র পৃথক অভিযানে ৬০ বার্মিজ গরু জব্দ

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির বিশেষ টহল দল মঙ্গলবার ৫ সেপ্টেম্বর রাত ১১টা থেকে ৬ সেপ্টেম্বর ভোর পর্যন্ত নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ভাল্লুকখাইয়া সীমান্তে ৪৯ পিলারের রাবার বাগান এলাকায় এবং রামুর গর্জনিয়া ক্যাজরবিল এলাকায় পৃথক অভিযান চালিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আসা ৬০টি বার্মিজ গরু জব্দ করেছে।

 

১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাহল আহমেদ নোবেল সাংবাদিকদের জানান, বিজিবি সীমান্ত পথে অবৈধভাবে গবাদিপশু চোরাচালানি কার্যক্রম কঠোর হস্তে দমন করতে বদ্ধপরিকর। দেশের স্বার্থে সীমান্ত এলাকায় বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে।

 

বিজিবি জানায়, জানুযারি থেকে আজ পর্যন্ত নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন গবাদিপশু ও অবৈধ সুপারি নিলামের মাধ্যমে প্রায় ২৭ কোটি টাকা সরকারি কোষাগারে জমা করতে সক্ষম হয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪