ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিলেটে সুরমা সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভায় কমিটি গঠন

সালেহ আহমদ (স’লিপক):

সিলেট মহানগরীর আম্বরখানা সুরমা সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা, কমিটি গঠন এবং সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম চৌধুরীর কানাডা যাত্রা উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মার্চ) রাতে মহানগরীর একটি অভিজাত হোটেলে সমিতির সহ-সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা বিশিষ্ট কলামিস্ট সাংবাদিক আফতাব চৌধুরী।

সমিতির সাধারণ সম্পাদক সালেহ আহমদ গেদার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সমিতির সাবেক সভাপতি কওছর জাহান কওছর, কোষাধ্যক্ষ বোরহান উদ্দিন, উপদেষ্টা আতাউর রহমান।

ব্যবসায়ী সমিতির সদস্য ওলিউর রহমানের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচিত অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সদস্য ফয়েজ আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদস্য তানজীম আহমদ চৌধুরী সুমন, জসীম উদ্দীন, জবলু আহমদ জগলু, জুনেদ আহমদ, আব্দুল কাইয়ুম, বেলাল আহমদ, সালেহ আহমদ, ইকরামুজ্জামান চৌধুরী, রুমেল আহমদ প্রমুখ।

পরে প্রধান নির্বাচন কমিশনার ও সমিতির প্রধান উপদেষ্টা কলামিস্ট সাংবাদিক আফতাব চৌধুরী নতুন কার্যনির্বাহী কমিটির কর্মকর্তাদের নাম ঘোষণা করেন।

নতুন কমিটির কর্মকর্তারা হচ্ছেন- সভাপতি ছাদ উদ্দিন আহমদ, সহ-সভাপতি জসীমউদ্দীন, মুজিবুল ইসলাম মনা, সাধারণ সম্পাদক সালেহ আহমদ গেদা, সহ-সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আজিজ আহমদ বাবলা, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ হিফজুর রহমান, কোষাধ্যক্ষ বুরহান উদ্দিন, প্রচার সম্পাদক কাওছার আহমদ, কার্যনির্বাহী সদস্য ওলিউর রহমান, দেবাশীষ চক্রবর্তী, জবলু আহমদ, শফিকুল ইসলাম, সেলিম আহমদ, আব্দুল মতিন, আব্দুল কাইয়ুম, জুবের আহমদ, তুহিনুল হক চৌধুরী।

বক্তারা ঐক্যবদ্ধভাবে সমিতির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার উপর গুরুত্বারোপ করেন।