ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

সালেহ আহমদ স’লিপক:

মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিনের শুরুতে স্থানীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেছে সরকারী- বেসরকারী বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান সহ সর্বস্তরের জনসাধারণ।

শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের সূচনা হয়। দিনের শুরুতে স্থানীয় স্মৃতিসৌধ বেদীতে ও গণকবরে স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মৌলভীবাজার-৩ (সদর রাজনগর) আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত মহিলা আসন (হবিগঞ্জ-মৌলভীবাজার) এমপি সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএমবার, সাবেক সংসদ সদস্য সায়রা মহসিন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার-৩ (সদর রাজনগর) আসনে নৌকার প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের মহিলা বিষয়ক উপ-সম্পাদক সৈয়দা সানজিদা মহসিন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার, জেলা যুবলীগের সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমান, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, তাঁতীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, মৌলভীবাজার পৌরসভা, মৌলভীবাজার প্রেসক্লাব, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা), মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব, সিভিল সার্জন, চেম্বার অব কমার্স, মৌলভীবাজার রেড ক্রিসেন্ট সোসাইটি, মৌলভীবাজার সরকারী কলেজ, সরকারি মহিলা কলেজ, জেলা আইনজীবী সমিতি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, জেলা বিএনপি, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদল, ব্যাংক অফিসার্স ক্লাব, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, সততা সংঘ, জাপা, সিপিবি, বাসদ, জাসদ, বিএমএ, পাবলিক লাইব্রেরী, জেলা শিল্পকলা একাডেমী, হামদর্দ, বাংলাদেশ মহিলা পরিষদ, মৌলভীবাজার ডিবেটিং ক্লাব সহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষর্থীরা।

এদিকে গতকাল থেকে সকল সরকারী, অধাসরকারী, স্বায়ত্বশাসিত এবং বেসরকারী ভবন ও স্থাপনা সমূহে রং বে-রংঙের বর্ণিল আলোকসজ্জা করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে জেলার বিভিন্ন সংগঠন।

এছাড়াও সকাল সাড়ে ৮টায় এম সাইফর রহমান ষ্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রদর্শন ও পুরস্কার বিতরণ করা হয়।