ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পতেঙ্গায় ট্রাংক লরির ধাক্কায় এক শিশু নিহত:আহত ২

চট্টগ্রাম অফিস:

নগরীর পতেঙ্গা থানাধীন উত্তর পতেঙ্গাস্থ কাটগড় এলাকায় আজ শনিবার দুপুরে ভারটেক্স গ্রুপের ট্যাংক লরির ধাক্কায় ৯মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বিশ্বস্ত সূত্র জানা গেছে নারিকেল তলা থেকে স্থানীয় মোঃ হাসানের পরিবারের সদস্যরা কাটগড়স্থ নিকট আত্মীয় বাড়িতে দাওয়াত খেতে বেড়াতে যাওয়ার সময় কাটগড় এলাকায় ভারটেক্স গ্রুপের ট্যাংক লরি সামনে থেকে রিকশা কে স্বজোরে ধাক্কা দিলে শিশুটি মায়ের কোল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

রিকশার চালক ও শিশুর মা কিছু টা আঘাত প্রাপ্ত হন বলে নিহতের নিকট আত্মীয় সূত্রে জানা গেছে।

এসময় উত্তেজিত জনতা ভারটেক্স গ্রুপের বিরুদ্ধে অভিযোগ তুলে ট্রাংক লরি বন্ধ সহ অনৈতিক যান চলাচলে নিষেধাজ্ঞা দিতে উচ্চ প্রশাসনের কাছে দাবি করেন।

শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।সবাই শিশুর জন্য গভীর শোক প্রকাশ ও শোক সংশপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।