ই-পেপার | শনিবার , ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরীকে বিয়ে করতে এসে বর গুনলেন জরিমানা

চট্টগ্রাম ব্যুরো :
বোয়ালখালীর একটি কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে বাল্য বিয়ে বন্ধ দিয়েছেন ম্যাজিস্ট্রেট।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার কানুনগোপাড়ার একটি কমিউনিটি সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী।

এই সময় বাল্যবিয়ের করতে আসায় প্রবাসী বরকে গুনতে হয়েছে জরিমানা। তিনি বলেন, কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।

এ সময় বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ মোতাবেক বরকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে বাল্যবিয়ের কুফল সম্পর্কে অভিভাবকদের বুঝিয়ে ১৮ বছরের পূর্বে মেয়েকে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।
কনের বয়স জন্মনিবন্ধন অনুযায়ী ১৬ বছর। সে এই বছর এসএসসি পাস করেছে। বর প্রবাসী।