শওকত আলম, কক্সবাজার :
কক্সবাজার জেলার উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরীর বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করেছেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল।
মামলায় উল্লেখ করা হয়, কক্সবাজার পৌরসভার নির্বাচনী জনসভায় ২০২৩ সালের ৬ জুন শহরের রুমালিয়ারছড়া এলাকায় প্রকাশ্যে কায়সারুল হক জুয়েলের পক্ষে নৌকার জন্য ভোট কারচুপির ও ভোট ডাকাতি করেছেন বলে ইমরুল কায়েস চৌধুরী তার বক্তব্যে প্রকাশ করেন।
যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এমন তথ্য মিথ্যা দাবি করে মামলায় বলা হয়, ২০১৯ সালে ইভিএম পদ্ধতিতে উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের বিপুল ভোটে কায়সারুল হক জুয়েল কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এতে কোনো প্রকার ভোট কারচুপি ও ভোট ডাকাতির কোনো ঘটনা ঘটেনি।
এমন মিথ্যা বক্তব্য দিয়ে ইমরুল কায়েস চৌধুরী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েলের মানহানি করেছেন বলে উল্লেখ করে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে বৃহস্পতিবার (১২ অক্টোবর) মামলাটি দায়ের করা হয়।