ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

চকরিয়ায় পাহাড় থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

এমকে আলম চৌধুরী :

কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ি জনপদে একদল অস্ত্রধারী সন্ত্রাসী জড়ো হচ্ছে খবরে থানার ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দেশীয় তৈরি তিনটি বন্দুক উদ্ধার করেছে।

 

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

বুধবার (১৩ ডিসেম্বর) রাত আনুমানিক আটটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাসেরদিঘি এলাকার পাহাড়ের ভেতরে এই অভিযান পরিচালনা করে চকরিয়া থানার পুলিশ ।