ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মহেশখালীতে হত্যা মামলার আসামি আটক

নুর মোহাম্মদ, ককসবাজার :

 

কক্সবাজার জেলার মহেশখালী হতে হোসাইন মোঃ এরশাদ নামে হত্যামামলার এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।ওই আসামী মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়ন’র ৬নং ওয়ার্ডের লাল মোঃ সিকদার পাড়া এলাকার অলি খান ও ফরেজা বেগম’র পুত্র।র‌্যাব-১৫ সূত্রে জানা গেছে, গত ২০ অক্টোবর মহেশখালীর কুতুবজোম ইউনিয়ন’র কালামিয়া বাজার এলাকায় লবণ জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় দু’পক্ষের দ্বন্দ্বকেকে কেন্দ্র করে সংঘর্ষে সোহেল (৩০) নামে একজন যুবক নিহত হন।

 

 

র‌্যাব-১৫ সূত্রে আরো জানা যায়, হত্যাকান্ড সংঘটিত হওয়ার আগের দিন ভিকটিমের পরিবারের লোকদের সাথে আসামিপক্ষের পরিবারের বাগবিতান্ড হয়। ঘটনার দিন ২০ অক্টোবরে ভিকটিম তার নিজ টেইলার্স ও কাপড় ব্যবসার দোকানে কর্মরত ছিলেন। এ সময় রাত সাড়ে সাতটার দিকে নিজ দোকানে অবস্থানকালে ধারালো দা, কিরিচ, লম্বা বন্দুক, ছুরি ও লোহার রডসহ মারাত্মক অস্ত্র-সস্ত্র নিয়ে অতর্কিতভাবে ১৫-২০ জনের একটি গ্রুপ তার দোকান ঘেরাও করে এবং দোকানে ঢুকে ভিকটিমকে এলোপাথাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। সন্ত্রাসীদের অতর্কিত হামলায় ভিকটিম ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।এঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে এজাহারনামীয় ১৩ জনসহ অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে মহেশখালী থানায় একটি মামলা দায়ের করেন (নং ১৯/১৮০)।

 

ওই ঘটনার আসামীদের গ্রেফতারে র‌্যাব-১৫ ও র‌্যাব-৭ অভিযান চালিয়ে ২৭ অক্টোবর চট্টগ্রাম জেলার চান্দগাঁও থানার সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজ এলাকা হতে এজাহারভুক্ত ৩নং আসামী হোসাইন মোহাম্মদ এরশাদ (৩৭) কে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এবিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

সিএনএনবাংলা২৪