ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মহেশখালীতে যুবলীগের কর্মী সভায় নৌকার বিজয় নিশ্চিতের আহবান

আবুল কাসেম, মহেশখালী :

মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন যুবলীগের কর্মী সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন সভাপতি সামিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু ছিদ্দিকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, আশেক উল্লাহ রফিক এমপি।

উপস্থিত ছিলেন শাপলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুল খালেক চৌধুরী, উপজেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম চৌধুরী, শাপলাপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ডা: ওসমান সরওয়ার, সাধারণ সম্পাদক জসিম উদদীন মাহমুদ, কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল,
উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ শাহাজান, সাধারণ সম্পাদক সাজেদুল করিম প্রমুখ।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন৷ আমরা এমন একটি প্রতীক নিয়ে মাঠে নেমেছি যা দিয়ে ১৯৫৪, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে বিজয় অর্জন করেছি। এবারেও আমরা বিজয় নিশ্চিত করব। তিনি বলেন, মাঠে বিএনপি-জামায়াতের কোনো প্রার্থী নেই, প্রার্থী হওয়ার সুযোগও নেই। যারা আমাদের প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের সাথে পাল্লা দিয়ে বিজয় অর্জন করতে হবে।