ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুতুবদিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ক‌লেজ ছাত্রের মৃত‍্যু

স্টাফ রি‌পোর্টার, কুতুব‌দিয়া

কুতুব‌দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে হ‌য়ে ওমর ফারুক না‌মের এক ক‌লেজ ছা‌ত্র মারা গে‌ছে। সোমবার ( ১১ ডি‌সেম্বর) উপ‌জেলার কৈয়ার‌বিল মিয়া‌জির পাড়ায় অ‌টো‌রিক্সার চা‌র্জিং গ্যারেজ এই ঘটনা ঘ‌টে‌ছে।

প্রত্যক্ষর্দশী আ‌জিজ না‌মের রিক্সাচালক জানায়, সোমবার বিকাল ৩ টার দি‌কে চেয়ারম‌্যান রো‌ডের প‌শ্চিমে আব্দুুল খা‌লে‌কের টমটম রিক্সার চা‌র্জিং গ‌্যা‌রে‌জে তি‌নি রিক্সা বের কর‌তে গে‌লে স্থানীয় মিয়া‌জির পাড়ার আক্তার হোছাই‌নের ছে‌লে‌ ওমর ফারুক‌কে মা‌টি‌তে প‌ড়ে থাক‌তে দে‌খেন।

সে অন্যদের জানা‌লে তারা এ‌সে ওমর ফারুক‌কে হাসপাতা‌লে নি‌য়ে যায়। এসময় কর্তব‌্যরত ডাক্তার ওমর ফারুক (২০)কে মৃত ব‌লে জানান।

পু‌লিশ হাসপাতা‌লে এ‌সে নিহ‌তের প্রাথ‌মিক সুরতহাল রি‌পোর্ট তৈ‌রি ক‌রেন। থানার ও‌সি শুভ রঞ্জন চাকমা ব‌লেন, ক‌লেজ ছাত্রটি বিদ্যুৎষ্পৃ‌ষ্টে মারা যাবার বিষ‌য়ে‌ নি‌শ্চিত হ‌লে পা‌রিবা‌রিক কোন অ‌ভি‌যোগ না থাক‌লে ময়নাতদ‌ন্তের প্রয়োজন নেই।

নিহত ওমর ফারুক চট্টগ্রাম সরকা‌রি সি‌টি ক‌লে‌জ থে‌কে এবার এইচএস‌সি পাশ ক‌রে‌ছে ও ভা‌র্সি‌টি‌তে ভ‌র্তির অ‌পেক্ষায় বা‌ড়ি‌তে আস‌ছে ক‌য়েক‌দিন আ‌গে।