ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়ার ইন্দ্রপোল পরিদর্শনে এমপি মোতাহেরুল ইসলাম চৌধুরী

আবদুল হাকিম রানা,পটিয়া :

পটিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব বাবুলের আবেদনের পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী ইন্দ্রপুল এলাকা পরিদর্শন করেছেন।

 

এ সময় তিনি চট্টগ্রাম মহানগরগামী ও কক্সবাজার অভিমুখী যাত্রী ছাউনি নির্মাণ ও কাগজি পাড়া এলাকার পানি নিষ্কাশনের জন্য ফুটপাত ড্রেন নির্মাণের জন্য দোহাজারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য নির্দেশ দেন।

 

এ সময় উপস্থিত ছিলেন চট্রগ্রাম ১২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী।এ সময় মেয়র ইন্দ্রপোল শিল্পাঞ্চলের জলাবদ্ধতা নিরসনে একটি ড্রেন নির্মাণের যৌক্তিক প্রস্তাবনা দিলে তিনি তা ও গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে শিল্পাঞ্চল রক্ষায় প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।