ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

২৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনি গ্রেপ্তার

ইকরা তৌহিদ মিম :

 

দীর্ঘ ২৭ বছর আগে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় দায়ের হওয়া এক হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি পর্যুত রক্ষিত প্রকাশ অজয় রক্ষিতকে (৪৮) গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কোতোয়ালী থানার মামলা নং-০৭(১০)৯৭, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি অজয় রক্ষিত।

অজয় রক্ষিত রাউজান নোয়াপাড়ার শান্তি রক্ষিত প্রকাশ শান্তি বাবুর ছেলে। তাকে র‌্যাব রাউজান থানায় হস্তান্তর করলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।