ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজারে ডাকাতি মামলার আসামি আশরাফুল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার শহরতলির খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প থেকে ডাকাতি প্রস্তুতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আশ্ররাফকে গ্রেফতার করেছন র‌্যাব-১৫।

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের মনুপাড়াস্থ আশ্রয় প্রকল্প এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সোমবার এ তথ্য জানিয়েছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এডিশনাল এসপি আবু সালাম চৌধুরী।

তিনি আরো জানান, গোপন সংবাদে ১০ ডিসেম্বর খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প এলাকায় র‌্যাব-১৫, ব্যাটালিয়ন সদরের একটি দল অভিযান পরিচালনা করে আশরাফুল ইসলাম প্রকাশ আশরাফ (২৮) কে আটক করে।

তিনি খুরুশকুল ইউনিয়নের মনুপাড়ার লোকমান হাকিমের পুত্র। আটক আসামীকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।