ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

সন্ত্রাস নৈরাজ্য ও অবরোধের প্রতিবাদে সিলেট আ.লীগের প্রতিবাদ সভা

লাকি আহমদ, সিলেট :

সন্ত্রাস নৈরাজ্য ও অবরোধের প্রতিবাদে সিলেট আ.লীগ দক্ষিণ সুরমা এলাকার খোজারখলা মারকাজ পয়েন্টে “শান্তি ও উন্নয়ন সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে । বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় সভাপতি ডেইজি সারোয়ার এর নির্দেশনায়, সিলেট জেলা যুব মহিলা লীগের সভাপতি নাজিরা বেগম শিলার নেতৃত্বে ও সাধারণ সম্পাদক হাকীম দিনা আক্তার,এর পরিচালনায়, সিলেট জেলা ও মহানগর এর নেত্রীবৃন্দ সমাবেশকে সফল করতে যোগদান করেন।

সমাবেশে সিলেট জেলার সভাপতি নাজেরা বেগম শিলা বলেন, জামায়ূাত-বিএনপি যদি কোন ষড়যন্ত্র ও অগ্নি সন্ত্রাস করে, হরতাল অবরোধ করে জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো একত্রে মিলে এর দাঁতভাঙ্গা জবাব দিব। আরো বলেন, যুব মহিলা লীগ রাজপথে আছে রাজপথে থাকবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করে ঘরে ফিরবে। একতাই বল ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে ষড়যন্ত্রকারীরা কোন ভাবেই হারাতে পারবে না। এসময় অরো উপস্থিত ছিলেন,সিলেট মহানগর যুব মহিলা লীগ এর সাংগঠনিক সম্পাদক লাকী আহমেদ, রুনা সুলতানা, জেলা ও মহানগর এর সম্মানীয় নেতৃবৃন্দ, ইয়ারুন নেছা, তাহমিনা বেগম, রুকিয়া বেগম, রোশনা বেগম, সুমি বেগম, লিপি বেগম,শারমিন কবির, লিপি আক্তার,সাবিনা বেগম প্রমুখ ।