ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

খাগড়াছড়ি সরকারি কলেজে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

আলমগীরহোসেন, খাগড়াছড়ি:
খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৩ উপলক্ষে “দুর্নীতির বিরুদ্ধে একসাথে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে দিবসটি পালন করা হয়।

দিবস উপলক্ষে রবিবার (১০ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি সরকারি কলেজে কুইজ প্রতিযোগিতা,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

খাগড়াছড়ি সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) ও অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি), দিবসটি উপলক্ষে উক্ত কর্মসূচির আয়োজন করেন।

ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) খাগড়াছড়ি’র এরিয়া কোঅর্ডিনেটর আব্দুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন,খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মিছরাহুদ্দীন আহমদ, প্রভাষক রশ্মি চাকমা,সনাক সদস্য-আবুল কাশেম, শরৎকান্তি চাকমা,অ্যাক্টিভ সিটিজেন গ্রুপ(এসিজি-ভূমি)’র সমন্বয় আব্দুর রহিম হৃদয়।
এতে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটির (সনাক)’র সহ-সভাপতি-অংসুই মারমা।

এসময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, ইয়েস ও এসিজি এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।