ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ধানমন্ডিতে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক,ঢাকা ;

বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। মঙ্গলবার হরতাল সমর্থনে রাজধানীর ধানমন্ডিতে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। পুলিশ বলছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে ধানমন্ডির শংকরে ১৩ নম্বর রুটের একটি বাসে আগুন দেওয়া হয়।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) তোফাজ্জল হোসেন বলেন, ১৩ নম্বর বাসটি আজিমপুর থেকে যাত্রী নিয়ে শংকরে পৌঁছায়। সেখানে পেছনের দিকের সিটে যাত্রীবেশে বসে থাকা কয়েক ব্যক্তি আগুন দিয়ে দ্রুত নেমে যায়। ওই অবস্থায় চালক বাসটি দ্রুত চালিয়ে মোহাম্মদপুর আল্লাহ করিম মার্কেটের সামনে নিয়ে এসে থামান।

এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানান পরিদর্শক তোফাজ্জল হোসেন। এদিকে আজ বেলা ১টার দিকে রাজধানীর গুলিস্তানে জিপিওর সামনে একটি যাত্রাবাহী বাস পুড়িয়ে দেওয়া হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। গত ২৯ অক্টোবর থেকে বিএনপি-জামায়াতে ইসলামী এবং সমমনা দলগুলোর ডাকা দফায় অবরোধ-হরতালে সারা দেশে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এ নিয়ে গত ৫০ দিনে তিন দফায় চার দিন হরতাল এবং এগারো দফায় ২৩ দিন অবরোধ করেছে তারা। এসব কর্মসূচিতে প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দেওয়া হচ্ছে।