ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে জাতীয় মানববাধিকার দিবস পালিত

সালেহ আহমদ স’লিপক
সবার জন্য স্বাধীনতা, সমতা ও ন্যায়বিচার এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে জাতীয় মানবাধিকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে র‍্যালী শেষে সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার), জেলা আওয়ামি লীগের সহ-সভাপতি আজমল হোসেন।

অনুষ্ঠানে সাংবাদিকবৃন্দ,জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।