ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ জন আহত ৩৪ জন

মাসুদ রানা, ফুলপুর (ময়মনসিংহ) :

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ইমাদপুর নামক জায়গায় গত রাত ১২ টা .৫০ মিনিট এ ঢাকা থেকে রৌমারীগামী একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশের ফুলপুর সার্কেল এএসপি আতাহারুল ইসলাম তালুকদার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের সোহেল ঘটনাস্থলে উপস্থিত হয়ে থানার পুলিশ ও ফুলপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এর সহযোগিতায় দূর্ঘটনা কবলিত যাত্রীদের উদ্ধার করেন।

উদ্ধারকৃত মধ্যে ১ জন মৃত্যু বরণ করে গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, বাকিদের ফুলপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য যে ফুলপুর উপজেলায় ইমাদপুর নামক জায়গাটি সড়ক দুর্ঘটনার জন্য যেন এক নিয়মিত খবরের শিরোনাম ।