নিজস্ব প্রতিবেদক:
টেকনাফ উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে এ সভার আয়োজন করে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম।
সভায় মানব পাচার, অপহরণ ও মাদক কারবারীদের তালিকা প্রণয়ন করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানানো হয়। এ ছাড়া অবৈধ অনুপ্রবেশ বন্ধ ও সাগরে নৌ-ডাকাতি প্রতিরোধে বিজিবি ও কোষ্টগার্ডকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।