ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ডা. আফছারুল আমীনের শূন্যতা অপূরণীয় : চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক,সিএনএন বাংলা২৪:

দেশের ক্রান্তিলগ্নে ডা. আফছারুল আমীনের মৃত্যুর ফলে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

রোববার (৪ জুন) সকালে যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রামে ফিরে আফছারুল আমীনের কবর জিয়ারত করতে যান তিনি। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

চসিক মেয়র বলেন, মানবসেবা ছিল ডা. আফছারুল আমীনের ধ্যান-জ্ঞান। তিনি কোনো বস্তুগত প্রাপ্তির আশায় নয় বরং জনসেবার জন্যই রাজনীতিতে এসেছিলেন এবং তিনি তা করে গেছেন। বিশেষ করে ১৯৯১ সালে ভয়াবহ ঘূর্ণিঝড়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে চিকিৎসাসেবা দিয়ে তিনি মানুষের মন জয় করে নেন এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধিতে ভূমিকা রাখেন। ডা. আফছারুল আমীন আমাদের ছেড়ে গেছেন, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ আমাদের পথ দেখাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লড়াইয়ে।

এ সময় আরও উপস্থিত ছিলেন চসিক সচিব খালেদ মাহমুদ, প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধুরী, আতাউল্লা চৌধুরী ও হাসান মুরাদ বিপ্লব প্রমুখ।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: