ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশ পোয়েটস্ ক্লাব বি-বাড়িয়ার সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক), সিলেটঃ

বাংলাদেশ পোয়েটস্ ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ আগষ্ট) সন্ধ্যায় শহরের কলেজ পাড়াস্থ হক ভবনে আলোচনা সভা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।

ক্লাবের ব্রাহ্মণবাড়িয়া জেলা আহবায়ক কবি সৈয়দা শিরিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পোয়েটস্ ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী।

 

বাচিক শিল্পী ইতি আক্তারের উপস্থাপনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন ক্লাবের ঢাকা মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মিলন রায়।

 

বিশেষ অতিথি ছিলেন ফিরোজ মিয়া সরকারি কলেজের অধ্যাপক দার্শনিক কবি এম এ আবু
হানিফ ও কবি লায়ন সালেহ আহমেদ বাদশা। বিশেষ আলোচক ছিলেন কবি লিটন হোসেইন জিহাদ ও কবি নুরুন নেওয়াজ রানা।

কবিতা পাঠে অংশগ্রহণ করেন কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী, দার্শনিক কবি এম এ আবু হানিফ, কবি লায়ন সালেহ আহমেদ বাদশা, কবি লিটন হোসেইন জিহাদ কবি নুরুন নেওয়াজ রানা, কবি ওমর ফারুক, বাচিক শিল্পী ইতি আক্তার, কবি সৈয়দা শিরিন আক্তার রচিত “নীল কাব্য” গ্রন্থ থেকে আবৃত্তি করেন বাচিক শিল্পী তাশরিফা হোসেইন ফাহিমা।

 

প্রধান অতিথি কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী আনুষ্ঠানিক ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি ঘোষণা করেন। কমিটির রূপরেখা নিম্নরূপ- উপদেষ্টা দার্শনিক কবি এম এ আবু হানিফ, সভাপতি কবি সৈয়দা শিরিন আক্তার, সাধারণ সম্পাদক কবি লিটন হোসেইন জিহাদ, সাংগঠনিক সম্পাদক বাচিক শিল্পী ইতি আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক নূরুন নেওয়াজ রানা, মহিলা সম্পাদক আফসানা হোসেইন মুমু, দপ্তর সম্পাদক ওমর ফারুক, নির্বাহী সদস্য তশরিফা হোসেন ফাহিমা ও মারজানা ইতি।

সভাপতির বক্তব্যে কবি সৈয়দা শিরিন আক্তার নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আড্ডায় স্থানীয় কবি লেখকদের অংশ গ্রহণের আমন্ত্রণ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪