ই-পেপার | রবিবার , ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিকল্প যুবধরার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

বিকল্পধারা বাংলাদেশ এর অঙ্গ সংগঠন বিকল্প যুবধারা কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বিকেল 8টায় রাজধানী ঢাকার মধ্য বাড্ডায় ট্রপিক্যাল মোল্লা টাওয়ারের ১৫ তলায় এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিকল্প যুবধারা কেন্দ্রীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার এর সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিকল্পধারা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহাসচিব, মেজর (অব.) আব্দুল মান্নান এমপি,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিকল্পধারা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মহাসিন চৌধুরী, বিকল্প দ্বারা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ভূদেব চক্রবর্তী, বিকল্পধারা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোঃ এনায়েত কবির, বিকল্প দ্বারা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ওয়াসিমুল ইসলাম, বিকল্প শ্রমজীবী ধারার সভাপতি মোহাম্মদ আইনুল হক, বিকল্প স্বেচ্ছাসেবকধারার সভাপতি মোহাম্মদ আবুল বাশার, বিকল্পধারা বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এর সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিশি প্রমুখ।

এ সময় সংগঠনের নেতাকর্মীদের মতবিনিময়ে শেষে দোয়া ও মোনাজাত করা হয় এবং ইফতারের আয়োজনে বিভিন্ন রকমের ফলফলাদি ও সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। সবশেষে অনুষ্ঠানের সভাপতি উপাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান বাচ্চু বলেন কষ্ট করে অনুষ্ঠানে উপস্থিত হয়ে, অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করার জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি।