ই-পেপার | রবিবার , ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

খিলগাঁওয়ে অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
ঢাকা: অবরোধের মধ্যে রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, সকাল সাড়ে ৮টার দিকে তালতলা এলাকায় অগ্রণী ব্যাংকের স্টাফ বাসটিতে আগুন দিয়ে কে বা কারা পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

বিভিন্ন দাবিতে বুধবার (৬ ডিসেম্বর) ভোর ৬টা থেকে অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও তাদের যুগপৎ আন্দোলনের সঙ্গী দলগুলো। এ অবরোধ চলবে শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত।