ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

পাবনায় পেশাজীবি গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাসুদ রানা,পাবনা:

পাবনায় সড়ক দূর্ঘটনা হ্রাসকল্পে পেশাজীবি গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ( বিআরটি) পাবনা সার্কেল’র আয়োজন এই প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বিআরটি পাবনা সার্কেল’র সহকারী পরিচালক আব্দুল হালিম, মোটরযান পরিদর্শক হাফিজুর রহমান ও এস এম ফরিদুর রহমান, সহকারী মোটরযান পরিদর্শক রেজাউল করিম ও সুজন রাজবংশী, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ফিরোজ খানসহ অনেকে। কর্মশালায় ১’শ জন পেশাদার ড্রাইভার অংশ গ্রহন করেন।

কর্মশালা সড়কে নিরাপদে গাড়ি চালান ও অতিরিক্ত গতিরোধ করাসহ বিভিন্ন নিয়ম কানুম দিক নির্দেশনার মাধ্যমে শপথ বাক্য পাঠ করানো হয়।