ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করলো রামু উপজেলা প্রশাসন

নুর মোহাম্মদ,কক্সবাজার:

রামু উপজেলা প্রশাসন কতৃক বীর মুক্তিযোদ্ধা ও সন্তানদের সম্মান সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামু উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম।

২৬ শে মার্চ বিকালে রামু উপজেলা পরিষদের বাকখালী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন রামু উপজেলা সহকারী কমিশনার ভুমি নিরুপম মজুমদার, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি জাফর আলম চৌধুরী, রামু থানা অফিসার ইনচার্জ মোঃ আবু তাহের দেওয়ান, সাবেক কমন্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, বীর মুক্তিযোদ্ধা রনবীর বড়ুয়া, অধ্যাপক পরিক্ষিত বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠানে রামু উপজেলার বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাংগালী, রশিদ আহমদ বিএ, রশিদ আহমদ, মমতাজ আহমদসহ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

রামু উপজেলা নির্বাহি অফিসার বলেন – বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের কে আমরা স্যালুট জানাই, দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে অর্জিত মহান স্বাধীনতা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিলেন। তাই বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উচুঁ করে এগিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। স্বাধীনতা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাহাদের প্রতি সম্মান জানিয়েছেন উপজেলা প্রশাসন।