ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজাম হাজারী ৩০ ভরি স্বর্ণালংকারের মালিক, স্ত্রী ১০০ ভরির

মোঃ আঃ রহিম জয় চৌধুরী, ফেনী:

ফেনী-২ আসনের এমপি ও দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নিজাম উদ্দিন হাজারীর নামে রয়েছে ৩০ ভরি স্বর্ণালংকার। আর স্ত্রীর নামে ১০০ ভরি। আর বছরে মৎস্য খামার থেকে আয় এক কোটি ৯৯ লাখ ৮০ হাজার টাকা।

ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হলফনামায় এতথ্য উল্লেখ করেছেন নিজাম হাজারী।

হলফনামা সূত্রে আরও জানা যায়, নিজ নামে ৯ কোটি ৪৮ লাখ ৭০ হাজার টাকা মূল্যের কৃষিজমি ও ৩০ কোটি ৩৭ লাখ টাকা মূল্যের অকৃষি জমি রয়েছে নিজাম হাজারীর। স্ত্রীর নামে আয় দুই কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকা।

এসবের পাশাপাশি অস্থাবর সম্পত্তির মধ্যে নিজ নামে ১০ কোটি টাকা ও স্ত্রীর নামে ১৯ কোটি টাকা রয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।