ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন সম্পন্ন

আবুল ফয়েজ চৌধুরী, চট্টগ্রাম :

বন্দরনগরী চট্টগ্রামে (২ ডিসেম্বর) শনিবার সকাল ১১ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র আন্দরকিল্লা রেড ক্রিসেন্ট সোসাইটি প্রাঙ্গণে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

সকাল থেকে সারিবদ্ধভাবে ভোটাররা নিজ নিজ ভোট প্রদান করেছেন। প্রার্থীদের সাথে কথা বলে জানা গেছে, নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। সুষ্ঠ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিলো লক্ষ্যনীয়।

প্রার্থীরা মোট সাতটি পদের জন্য প্রতিদ্ধন্দিতা করেন উক্ত নির্বাচনে। নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফকরুল ইসলাম চৌধুরি পরাগ। সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: আসলাম খান, কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন রাইসুল ইসলাম চৌধুরি, হাসান মুরাদ বিপ্লব, শহিদুল ইসলাম, ইসমাইল হক চৌধুরি ফয়সাল, সুপ্রীভ মজুমদার দোলন আজীবন এ বার্ষিক সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বচিত হয়েছেন।

উক্ত নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মোঃ দিদারুল আলম।