ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

র‌্যাবের অভিযানে মহেশখালীর শীর্ষ ডাকাত আটক

নুর মোহাম্মদ, কক্সবাজার:

মহেশখালীর শীর্ষ ডাকাত জয়নালকে আটক করেছে র‌্যাব-১৫ সদস্যরা। কালারমারছড়া ইউনিয়নের মিজ্জিরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তি কক্সবাজারের মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়ন’র ৯নং ওয়ার্ডের মিঞ্জির পাড়া এলাকার লস্কর আলী’র পুত্র জয়নাল আবেদীন ওরফে হাতকাটা জয়নাল (৪৪)।

বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এডিশনাল এসপি আবু সালাম চৌধুরী।

 

তিনি জানান, ২৯ নভেম্বর গোপন সংবাদে র‌্যাব-১৫, সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে শীর্ষ ডাকাত জয়নাল আবেদীন ওরফে হাতকাটা জয়নাল (৪৪) কে আটক করে। গ্রেফতারকৃত আসামীকে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।