ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে পুলিশের দাবি বিএনপির মিছিল সড়কে নয়, করেছে পেঁপে ও কলাবাগানে

মাহমুদুল্লাহ রিয়াদ ময়মনসিংহ:

রোববার (৫ নভেম্বর ২০২৩)ইং তারিখে সন্ধ্যার পর নলদীঘি মোড়ে মশাল মিছিলটি বের হয়। জামায়াত-বিএনপির দ্বিতীয় দফায় অবরোধ সমর্থনে ময়মনসিংহের তারাকান্দায় মশাল মিছিল করেছে উপজেলা বিএনপি।এ- মিছিলে নেতৃত্ব দেন উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মোতাহার হোসেন তালুকদার বলেন, এ স্বৈরাচার সরকার পদত্যাগ না করা পর্যন্ত আমাদের এধরনের কর্মসূচি চলবে।

 

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, বিএনপির নেতাকর্মীরা হয়তো এক থেকে দুই মিনিটের জন্য মশাল মিছিল করতে পারে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি।এ বিষয়ে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার (ওসি) মো. শাহ্ কামাল আকন্দ প্রতিবেদককে বলেন, নগরীর সড়কে বা মহাসড়কে বিক্ষোভ মিছিল করতে পারেনি বিএনপি। তারা পেঁপে ও কলা বাগানে বিক্ষোভ মিছিল করেছেন।

সিএনএন বাংলা২৪