ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উখিয়ায় সড়ক দূর্ঘটনায় প্রকৌশলী নিহত

নিজস্ব প্রতিবেদক ,উখিয়া :

 

উখিয়ায় সিএনজি অটোরিকশা ও বাসের মুখোমুখি সংর্ঘষে প্রকৌশলী নিহত হয়েছে।
এ ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছে।

স্থানীয় সূত্রে জনায় যায়, নিহত জহুরুল হক (৪৮) স্থানীয় সরকার অধিদপ্তরের উপজেলার সহকারী প্রকৌশলী ছিলেন। তিনি কুষ্টিয়া সদরের নৃসিংহপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া হিজোলিয়া স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।

উখিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থলে স্থানীয় সরকার অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জহুরুল হক নিহত হয়। এসময় সিএনজি অটোরিকশা চালক জহির উদ্দিনসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং গাড়ি দুটি জব্দ করা হয়েছে

 

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪