ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

পতেঙ্গায় গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,সিএনএন বাংলা২৪

নগরীর পতেঙ্গা থানাধীন রিং রোড এলাকায় শনিবার ( ০৩জুন) রাত আনুমানিক ১ টার দিকে সিএনজি -ট্রেইলারের মুখে-মুখে সংঘর্ষে পূর্বকাটগড় এলাকার সুমন‌ এবং নাজির পাড়ার নিবাসী মানিক নামে ২ যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে পতেংগা মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে।

বেপরোয়া গাড়ি চালানোর কারনে ,বন্দর পতেঙ্গা রিং রোড় এর বড় গাড়ি, ছোট গাড়ি গতি নিয়ন্ত্রণ হারিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এদিকে গত ১ সপ্তাহের মধ্যে পতেঙ্গাএলাকায় ৫যুবক এবং পুকুরে ডুবে২ শিশু সহ ৭ জনের মৃত্যু খবর পুরো পতেংগা এলাকায় অনেকটা শোকাচ্ছন্ন বলেছেন স্থানীয়রাও।

পতেঙ্গা মডেল থানার কর্তব্যরত ডিউটি অফিসার বিষয়টি সিএনএন বাংলা২কে নিশ্চিত করে জানান, রাতে লাশ দুটি
চমেক হাসপাতালের মর্গে পাঠিয়ে ময়নাতদন্তের জন্য পুলিশ টিম কে দায়িত্ব দেয়া হয়েছে।এব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

 

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: