ই-পেপার | রবিবার , ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অর্থ আত্মসাতের অভিযোগে কুয়েতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ৭ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক :

অর্থ আত্মসাতের অভিযোগে কুয়েতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ৭ বছরের কারাদণ্ডফাইল ফটো
কুয়েতের সাবেক প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ আল-জাররাহ আল-সাবাহকে সামরিক তহবিল থেকে অর্থ আত্মসাতের অভিযোগে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার দেশটির সর্বোচ্চ আদালত এ দণ্ড দেন।

কুয়েতের সাবেক প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-সাবাহও একই ধরনের অভিযোগের মুখোমুখি হন। তবে আদালত তাকে তহবিল থেকে আত্মসাতকৃত অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন।তারা উভয়েই তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন।

শেখ জাবের ২০১১ সালে কুয়েতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। ২০১৯ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।আইন প্রণেতাদের অনাস্থা ভোটে শেখ খালিদ পদত্যাগ করতে বাধ্য হন। তখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন।

তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী শেখ নাসের সাবাহ আল-আহমেদ সরকারের পদত্যাগের দুই দিন পরে একটি বিবৃতিতে বলেছিলেন, আমি দায়িত্ব গ্রহণের আগেই সামরিক তহবিলে প্রায় ২৪০ মিলিয়ন দিনার ঘাটতি ছিল। এ সমস্যা এড়াতেই আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছি।

শেখ জাবের এবং শেখ খালিদ ২০২২ সালের মার্চ মাসে অর্থ আত্মসাতের অভিযোগ থেকে খালাস পেয়েছিলেন কিন্তু কুয়েত প্রসিকিউশনের আপিলের ভিত্তিতে মামলাটি পুনরুজ্জীবিত হয়।