ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়ায় চারদিনব্যাপি রাস মহোৎসবের উদ্বোধন

আবদুল হাকিম রানা, পটিয়া :

 

চট্টগ্রামের পটিয়ার সুচক্রদন্ডী পল্লী মঙ্গল সমিতির উদ্যোগে ৪ দিনব্যাপী রাস মহোৎসবের উদ্বোধন করা হয়েছে।

 

শনিবার দুপুরে এর উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অরুপ রতন চক্রবর্তী।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাস।

 

বক্তব্য রাখেন প্যানেল মেয়র ইঞ্জিনিয়ার রূপক কুমার সেন, পুলক চৌধুরী, তাপস কুমার দে, হারু গোপাল দে, পরিষদের সভাপতি সনজীব কুমার দে, সম্পাদক তাপস দে ও অর্থ সম্পাদক তপন দত্ত।