ই-পেপার | শুক্রবার , ১৪ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

বৃটেনের কার্ডিফে ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টের বাংলাদেশের স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন

সালেহ আহমদ (স’লিপক):

যথাযোগ্য মর্যাদায়, গভীর শ্রদ্ধা, ভালোবাসায় এবং বিপুল উৎসাহ উদ্দীপনায় বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃটেনের ঐতিহ্যবাহী কার্ডিফে ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করার মাধ্যমে লাল বৃত্ত সবুজ পতাকা উত্তোলন করা হয়েছে।

 

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর ১২টা ১ মিনিটের সময় বৃটেনের ঐতিহ্যবাহী কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে কার্ডিফের রাইট অনারেবল বাংলাদেশের কচুয়া গ্রামের মেধাবী মুখ বৃটেনের কার্ডিফের প্রথম বাংলাদেশী লর্ড মেয়র ডক্টর বাবলিন মল্লিক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের পর একে একে কমিউনিটি নেতৃবৃন্দ শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।

 

কার্ডিফে জন্মগ্রহণকারী নব প্রজন্মের সন্তান নাদিয়া ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত পোগ্রামে কার্ডিফের রাইট অনারেবল লর্ড মেয়র ডক্টর বাবলিন মল্লিক ছাড়াও মনুমেন্ট ট্রাষ্ট কমিটির চেয়ার আনোয়ার আলী, মনুমেন্ট ট্রাষ্ট কমিটির ডেপুটি চেয়ার মোহাম্মদ সেরুল ইসলাম, ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও মনুমেন্ট ট্রাষ্ট কমিটির সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর, কার্ডিফ কাউন্টি কাউন্সিলার দিলওয়ার আলী, ওয়েলস আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, মনুমেন্ট কমিটির ট্রাষ্টি আলহাজ্ব আসাদ মিয়া, সানওয়ার আলী, মনির আহমেদ গাজি, ওয়েলস ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বদরুল হক মনসুর সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

ওয়েলস বাংলা নিউজ এর সম্পাদক মোহাম্মদ মকিস মনসুর এর সাথে একান্ত সাক্ষাৎকারে কার্ডিফের প্রথম বাংলাদেশী লর্ড মেয়র ডক্টর বাবলিন মল্লিক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজকের সুন্দর এই অনুষ্ঠান আয়োজন করার জন্য কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে ফাউন্ডার্স ট্রাষ্ট কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

 

অনুষ্ঠানে বক্তারা স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, সকল সেক্টর কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা এবং সর্বস্তরের জনগণকে, যাঁরা আমাদের অধিকার আদায় ও মুক্তিসংগ্রামে বিভিন্নভাবে অবদান রেখেছেন তাদেরকে সশ্রদ্ধচিত্তে স্মরণ করা সহ মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নব প্রজন্মের সামনে তুলে ধরার ওপর গুরুতারোপ করেন।