ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

চকরিয়ার খুটাখালী সবুজ পাহাড় নুরানী মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন

সেলিম উদ্দীন, ঈদগাঁও:

ব্যাপক উৎসাহ -উদ্দীপনায় সম্পন্ন হলো কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী নয়াপাড়া সবুজপাহাড় নুরানী মাদরাসা হেফজখানা ও এতিমখানার অভিভাবক সমাবেশ ও দু’আ মাহফিল।
বৃহষ্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি ডাঃ নুরুল আবচার। এসময় তিনি বলেন, কোমলমতি সন্তান-সন্ততিদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে ইসলামী শিক্ষার বিকল্প নেই। তাই দ্বীনি শিক্ষাকেন্দ্রে অধ্যয়নরত সন্তান-সন্ততিদের ব্যাপারে অভিভাবকমণ্ডলীকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি সকল মা-বাবাকে নিজেদের সন্তানদের সহীহ শুদ্ধরূপে তিলাওয়াতে কুরআন শিক্ষাদানসহ দ্বীনের বুনিয়াদী তা’লীম দেয়ার আহবান জানান। তিনি প্রতিষ্ঠানটির ৫ ম বছর পেরিয়ে ৬ষ্ট বর্ষে পদার্পণের শুভলগ্নে দ্বীন অনুরাগীদের দু’আ কামনা করেন এবং নতুন শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রী ভর্তি করিয়ে দেয়ার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেন।
পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ওসমান সরওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ নুরুল আবচার। এ অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড মেম্বার জিশান শাহরিয়ার। এসময় বিশেষ অতিথি হিসাবে শাহ ওমরাবাদ জামে মসজিদ খতিব মনছুর আলম জমিরি, কমিটির সহ সভাপতি সিরাজুল ইসলাম, উপদেষ্টা শাহা আলম, অভিভাবক মোঃ ইছমাইল ও দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন মাদরাসার প্রধান মাওলানা জমির উদ্দিন ও শিক্ষক মাওলানা জসিম উদ্দিন প্রমুখ।
অভিভাবকমণ্ডলীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত অনন্য সুন্দর এ আয়োজনে প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী ও বিভিন্ন ভাবে যারা সহযোগিতা করেছেন তাদের জন্য দো’আ -মুনাজাত করা হয়। উল্লেখ্য, বিগত ২০১৮ সালে মাদরাসাটি বিশিষ্ট শিক্ষানুরাগী ডাঃ নুরুল আবচার ও স্থানীয় গন্যমান্যদের সহযোগিতায় প্রতিষ্টা লাভ করেন। দীর্ঘ ৫বছরে প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী এতে অধ্যায়নরত আছে। তাদের  শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।