ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে বিশেষ অভিযানে রামদা ও চাপাতিসহ দুই ডাকাত আটক

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ:

ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন নিগার জামান পেট্রোল পাম্পের সামনে ঢাকা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে জেলা গোয়েন্দা শাখার এসআই সুমন চন্দ্র সরকার অভিযান পরিচালনা করে ২৮ আগষ্ট রাতে ডাকাতির প্রস্তুতিকালে ২টি রামদা ও ১ টি চাপাতিসহ ২ ডাকাতকে গ্রেপ্তার করেছে। এরা হলেন- মোঃ হিমেল সরকার @ আলিউল ইসলাম (৩৪) ও মোঃ সোহাগ (২২)।

 

গ্রেফতার আসামী মোঃ হিমেল সরকার @ আলিউল ইসলাম (৩৪) এর বিরুদ্ধে গফরগাঁও থানায় চুরি ও ছিনতাইসহ ৪টি মামলা রয়েছে। আসামীদের বিরুদ্ধে ত্রিশাল থানায় ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪