ই-পেপার | রবিবার , ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গলে মাদক কারবারীসহ গ্রেফতার ৬

সালেহ আহমদ স’লিপক, সিলেট:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ৫১০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ৩জন এবং পরোয়ানাভুক্ত ২ ও নিয়মিত মামলার ১জনসহ মোট ৬জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদারের দিক নির্দেশনায় এসআই রাকিবুল হাছান সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামীদেরকে গ্রেফতার করা হয়।

আসামীরা হলো- মিলন কালিন্দী ওরফে লিলন (২৬), পিতা-মৃত দেবদাস কালিন্দী, রঘু নায়েক (৫০), পিতা-মৃত গনন নায়েক, রাধেশ্যাম রবিদাস (৪৫), পিতা-মৃত পেটলা রবিদাস, তাদেরকে ৫১০ লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ জাগছড়া চা বাগান হতে গ্রেফতার করা হয়। এ বিষয়ে মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

 

অন্যান্য আসামীরা হলো, পরোয়ানাভুক্ত আসামী বিষ্ণু প্রধান, মামলার পরোয়ানাভুক্ত আসামী জুয়েল আহমদ,তৌহিদুর রহমান মোস্তাকিন। পুলিশ সুত্রে জানা যায় ,সকল আসামীদের রবিবার (১৯ নভেম্বর) পুলিশ প্রহরায় আদালতে প্রেরণ করা হয়।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট