ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়ার কাশিয়াইশ ইউনিয়ন যুবলীগের কমিটি গঠিত

আবদুল হাকিম রানা, পটিয়া :

 

পটিয়ার কাশিয়াইশ ইউনিয়ন যুবলীগের ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

 

এতে তাজবিদ তাহমিদ হিমেলকে সভাপতি এবং মোঃ নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। আগামী ৩ বছরের জন্য এ কমিটি অনুমোদন দেন পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগ।

 

সংগঠনের আহবায়ক হাসান উল্লাহ চৌধুরী, যুগ্ন আহবায়ক ইমরান উদ্দিন বশির ও যুগ্ন আহবায়ক মাষ্টার রিটন নাথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

 

এর আগে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাশিয়াইশ ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

এতে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের জীবন বৃত্তান্ত যাচাই করে, করে আগামী ৩ বছরের জন্য ৬১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়৷

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪