ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাগরে নোঙর অবস্থায় ডুবে গেলো ট্রলার, জেলের মৃত্যু

পেকুয়া উপজেলা প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল পয়েন্টে সাগরে মাছ ধরার ট্রলার নোঙর করা অবস্থায় ডুবে শামসুল আলম (৪৪) নামের এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় ওই ট্রলারে থাকা আরো নয় জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

 

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে শামসুল আলমের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি কৈয়ারবিল ইউনিয়নের হাজী মফজল মিয়ার পাড়ার মৃত শাহ আলমের ছেলে।

 

কুতুবদিয়া থানার ওসি তদন্ত কানন সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে আলী আকবর ডেইল পয়েন্টে নোঙর অবস্থায় অন্য ট্রলারের দড়ির টানে ডুবে যায় বড়ঘোপ কলোনি ঘোনার মোঃ আকবরের মালীকানাধীন ট্রলারটি। এসময় ট্রলারের ভেতরে ঘুমন্ত অবস্থায় ছিলেন শামসুল আলম (৪৪)।

 

পরে খবর পেয়ে জেলেদের উদ্ধারে একটি ট্রলার সাগরে গেলে শামসুল আলমের মরদেহসহ নয় জেলেকে জীবিত উদ্ধার করা হয় বলে জানান তিনি। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি। এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪