ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নৌকার প্রার্থীকে বিজয়ী করার কৌশল নির্ধারণে রামুতে সভা

নুর মোহাম্মদ :

কক্সবাজার-৩ আসনে নৌকা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী সাইমুম সরওয়ার কমলকে জেতানোর কৌশল নির্ধারণে রামু উপজেলা আওয়ামী লীগ’র আয়োজনে স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল এতে সভাপতিত্ব করেন।

সভায় আলোচনা করেন রামু উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তপন বড়ুয়া, মাষ্টার নুরুল আমিন, নুর হোসেন মেম্বার, নুরুল ইসলাম বকুল, রতন মল্লিক, মৃনাল বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সেলিম, সুর্জন শর্মা নুরুল কবির হেলাল,সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুচ রানা চৌধুরী, শেখ জুনায়েদ বিপ্লব, নুরুল হক চৌধুরী,রামু উপজেলা যুবলীগ’র সভাপতি পলক বড়ুয়া আপ্পু, রামু উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আবদুল মালেক সিকদার, ফিরোজ মিয়া, আক্তার কামাল, ওবায়দুল হকসহ উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে পূণরায় ক্ষমতায় আনতে ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধভাবে প্রত্যেক গ্রামে নৌকা মার্কার সমর্থনে ভোট প্রার্থনা করে কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও আসনের প্রার্থী সাইমুম সরওয়ার কমলকে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।