আবদুল হাকিম রানা, পটিয়া :
চট্রগ্রামের পটিয়ার হাইদগাঁও মধ্যমপাড়ার উদ্যােগে সর্বজনীন শ্যামা পূজা উপলক্ষে গত ১৩ নভেম্বর এলাকার অসহায় ১০০ জনকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শ্যামা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবলু দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সংবর্ধিত ও প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও পটিয়া নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন।
উপ সহকারি কৃষি কর্মকর্তা রূপায়ন চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, পটিয়া প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সহ সভাপতি শিক্ষক এটিএম তোহা, পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা কাজী মোঃ মোরশেদ, পটিয়া উপজেলা যুবলীগ নেতা ইউসুফ খাঁন, মহিউদ্দিন সুমন, শাহজাহান কিবরিয়া রাশেদ, রাশেদ খাঁন, যুবলীগ নেতা এয়াকুব মামুন, পটিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ ইরফান, অর্থ সম্পাদক সালাউদ্দিন রাব্বি, আতিকুর রহমান, শ্যামা পূজা উদযাপন পরিষদের অর্থ সম্পাদক প্রান্ত চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রীমান্ত চৌধুরী৷
এতে জুলকারনাইন চৌধুরী জীবন অসম্প্রদায়িক চেতনায় দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহবান জানিয়ে বলেন, বিগত ১৫ বছরে তিনি দিন বদলের সনদ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।