ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ইস্পাহানি পাইওনিয়র ফুটবল লিগের উদ্বোধন

চট্টগ্রাম ব্যুরো :

মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইন মাঠে বেলুন উড়িয়ে চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত ৩৪তম আসরে রামপুরা একাদশ ও পাহাড়তলী একাদশ ক্রীড়াচক্রের মধ্যেকার ম্যাচ দিয়ে লিগের সূচনা হয়েছে। ইস্পাহানি পাইওনিয়র ফুটবল লিগ ২০২৩ এর উদ্বোধন করেন চট্টগ্রামের পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়।

সংস্থার সহ-সভাপতি ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইস্পাহানি গ্রুপের জিএম (টি-ট্রেড) শাহ মাইনুল হাসান, সহ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, শেখ তৈয়বুর রহমান, চসিকের প্যানেল মেয়র আলহাজ্ব আব্দুস সবুর লিটন, সিজেকেএস সহসভাপতি আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, সংস্থার যুগ্ম সম্পাদক, সাবেক ফুটবলার ইবাদুল হক লুলু, ফুটবল সম্পাদক মাহাবুবুল আলম মুকুল, রাকিব মাহামুদ, মোঃ নাছির উদ্দিন, জহির উদ্দিন, মোঃ মূসা বাবলু, সদস্য মোঃ ফরিদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

 

মহানগর ক্রীড়া সংস্থার রেফারি এসোসিয়েশনের সদস্য মুক্তি সাধন বড়ূয়া, সহকারী আঃ আল রানা, ওয়াহিদুল আলম এবং ৪র্থ রেফারি মোঃ আরিফ,ম্যাচ রেফারি হিসেবে পরিচালনা করেছেন শওকত আলী। খেলায় শেষ মিনিটের রামপুরা একাদশ ফুটবল একাডেমির দেয়া হয় গোলে পাহাড়তলি একাদশকে পরাজিত করে।